ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ইয়াবাসহ তিন কারবারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
ফরিদপুরে ইয়াবাসহ তিন কারবারি গ্রেফতার

ফরিদপুর: ফরিদপুর শহরের কমলাপুর এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিনজন হলেন- ফরিদপুরের  কমলাপুর মাটিয়া গোরস্থান এলাকার রুস্তুম শেখের ছেলে মো. টিটন শেখ (৩৯), পাশের হাবেলী গোপালপুর এলাকার সোনা উল্লাহ মণ্ডলের ছেলে গোলাম মওলা মণ্ডল (৪২) ও জেলা সদরের সিঅ্যান্ডবি ঘাট এলাকার জাকির ফকিরের ছেলে সুমন ফকির (২৮)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে তিন মাদককারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তারা দীর্ঘদিন জেলার বিভিন্ন এলাকায় মাদকের কারবার করে আসছিলেন।

এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি মামুনুর রশীদ।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।