ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিংগাইরে ভাই-ভাতিজাদের কিল ঘুষিতে প্রাণ গেলো মানিকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
সিংগাইরে ভাই-ভাতিজাদের কিল ঘুষিতে প্রাণ গেলো মানিকের

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরে বসত বাড়ির সীমানাকে কেন্দ্র করে ভাই ভাতিজার কিল-ঘুষিতে মানিক মোল্লা (৫০) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মানিক মোল্লা ওই গ্রামের মৃত খালেক মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে বাড়ির সীমানার এক অংশে একটি টয়লেট নির্মাণের কাজ শুরু করেন মানিক। এ সময় মানিক মোল্লার আপন ভাই খুশি মোল্লা, ছোট ভাই শফি মোল্লা ও ভাতিজা হাসান তাকে কাজে বাধা দেন। এ নিয়ে কথাকাটির এক পর্যায়ে তারা মানিক মোল্লাকে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যা বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে বাড়ির সীমানা নিয়ে বিরোধে মানিক মোল্লা নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে তার ভাই-ভাতিজারা পলাতক আছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।