ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ী-শ্যামপুর থেকে কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
যাত্রাবাড়ী-শ্যামপুর থেকে কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য আটক

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী ও শ্যামপুর থানা এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ১৪ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) তাদের আটকের বিষয়টি জানান র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।

আটকরা হলেন- সম্রাট (২০), শান্ত (১৯), সোহাগ (১৯), ফারুক (১৫), রবিন (১৭), অর্ণব (১৬), বিবেক (১৫), তুহিন (১৬), রিফাত (১৬), রাব্বি (১৬), জিসান (১৬), এহেমাদ (১৬), ইসমাম হোসেন (১৭) ও রবিউল ইসলাম (১৬)।

ফরিদ উদ্দিন জানান, আটকরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা রাজধানীর যাত্রাবাড়ী ও শ্যামপুর থানার বিভিন্ন এলাকায় পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল, ল্যাপটপসহ সবকিছু ছিনিয়ে নিতো।  

চুরি/ছিনতাই ছাড়াও তারা মাদক সেবন, খুচরা মাদকের ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়া-মহল্লায় মারামারি করে আসছিল। এলাকায় প্রভাব বিস্তার করতে শো-ডাউন করে সাধারণ মানুষের চলাচলে সমস্যা সৃষ্টি করে আসছিল।

আটকদের মধ্যে সম্রাট, শান্ত ও সোহাগকে যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত ছিনতাই মামলায় হস্তান্তর করা হয়েছে। বাকি ১১ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।