ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চান্দিনায় ট্রাকে অ্যাম্বুলেন্সের ধাক্কা, রোগীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
চান্দিনায় ট্রাকে অ্যাম্বুলেন্সের ধাক্কা, রোগীর মৃত্যু

কুমিল্লা: কুমিল্লার চান্দিনায় ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা দেওয়ায় তাতে থাকা সাহারা খাতুন (৮৫) নামে এক রোগী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও চারজন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন সংলগ্ন ধানসিঁড়ি আবাসিক এলাকার সামনে ঘটে এ দুর্ঘটনা।

নিহত সাহারা খাতুন কুমিল্লার মুরাদনগর উপজেলার শিবানীপুর গ্রামের আবদু মিয়ার স্ত্রী। তিনি বেশ কয়েকদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন।

এছাড়া আহতরা হলেন- নিহত সাহারা খাতুনের মেয়ে রুবি আক্তার (৪০), পুত্রবধূ মমতাজ বেগম (৪৫), আত্মীয় তাছলিমা আক্তার (৩৫) ও অ্যাম্বুলেন্সের চালক (নাম পরিচয় পাওয়া যায়নি)।

আহত তাছলিমা আক্তার জানান, গত তিনদিন আগে তার শাশুড়ি সাহারা খাতুন হার্ট অ্যাটাক করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় নেওয়ার পথে দুর্ঘটনার ঘটে।

প্রত্যক্ষদর্শী মামুন মিয়া জানান, চান্দিনা-বাগুর বাস স্টেশনে প্রতিনিয়তই যানজট লেগে থাকে। ওই যানজট কখনও কখনও এক দেড় কিলোমিটারও দীর্ঘ হয়। শুক্রবার বিকেল ৪টার দিকে যানজটের কারণে ধীর গতিতে চলছিল একটি ট্রাক। এ সময় দ্রুতগামী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাহারা খাতুনের মৃত্যু হয়। আর আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার পর পরেই আহতাবস্থায়ই চালক পালিয়ে যায়। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।