ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তুরাগে পাঁচ হাজার ইয়াবাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
তুরাগে পাঁচ হাজার ইয়াবাসহ আটক ১

ঢাকা: রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার ইয়াবাসহ আমান উল্লাহ নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানা পুলিশ।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে তুরাগ থানার কামারপাড়ার ট্রাফিক পুলিশ বক্সের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার জানান, এক মাদকবিক্রেতা ইয়াবা বিক্রির জন্য অপেক্ষা করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় তুরাগ থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আমানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচ হাজার ইয়াবা জব্দ করা হয়।

আটক আমানের নামে তুরাগ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি  ১৮, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।