ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুলাদীতে সড়ক দুর্ঘটনা কেড়ে নিলো জাহিদের প্রাণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
মুলাদীতে সড়ক দুর্ঘটনা কেড়ে নিলো জাহিদের প্রাণ

বরিশাল: বরিশালের মুলাদী উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় মো.জাহিদ হাওলাদার নামের ৩০ বছরের এক যুবক নিহত হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার পশ্চিম নোমোরহাট বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ উপজেলার গাছুয়া ইউনিয়নের চর ডুমুরতলা গ্রামের মৃত সালাম হাওলাদারের ছেলে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল বলেন,আজ ১১টার দিকে জাহিদ মোটরসাইকেল চালিয়ে গাছুয়া থেকে নোমোরহাটের দিকে যাচ্ছিলেন। পথে বাজারের কাছাকাছি পৌঁছালে ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে জাহিদের মোটরসাইকেলের। এতে জাহিদ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন।

পরে জাহিদের মরদেহের ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, দুর্ঘটনা ঘটিয়ে চালক পালিয়েছেন। ইজিবাইক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।

নিহত জাহিদের বোন নুরুন্নাহার ও ভাই জহিরুল ইসলাম জানান, জাহিদকে মালয়েশিয়া পাঠানোর জন্য টাকা জমা দেওয়া হয়েছে। আগামী মাসের মধ্যে তার যাওয়ার কথা ছিল। সকালে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল জাহিদ। নোমোরহাট বাজার সংলগ্ন এলাকায় একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে সবকিছু শেষ হলে গেলো।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।