ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবল গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবল গ্রেফতার

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিবলু মিয়া নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১টায় চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) প্রিয়তোষ দাশ বাংলানিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

সিলেট পুলিশ লাইনসে কর্মরত কনস্টেবল শিবলু মিয়া চুনারুঘাট উপজেলার দুধপাতিল গ্রামের রমিজ উল্লার ছেলে।

এসআই প্রিয়তোষ বলেন, রোববার কনস্টেবল শিবলুকে সিলেট থেকে গ্রেফতারের পর তাকে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ঘটনার বিস্তারিত তথ্য পরে জানাবেন।

জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি দুধপাতিল গ্রামের বাসিন্দা ও গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কনস্টেবল শিবলুর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন ওই ছাত্রীর বাবা।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।