ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার, পুলিশ বলছে খুন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
যাত্রাবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার, পুলিশ বলছে খুন

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে শাওন (২৭) নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। সোমবার (২০ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান সোহাগ।

তিনি আরও জানান, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে মীর হাজারীবাগ ২৫০/১ বাসার সামনের রাস্তা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ওই যুবক চার মাস আগে চাকরি করতেন। এখন তেমন কিছু করতেন না। তবে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, মাদক সংশ্লিষ্ট অথবা অন্য কোনো কারণে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের বাবার নাম আব্দুল আজিজ।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।