ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে নদীর তীরে মিলল বস্তাবন্দি মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
সিলেটে নদীর তীরে মিলল বস্তাবন্দি মরদেহ প্রতীকী ছবি

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমায় বরইকান্দিতে টেকনিক্যাল রোডের একটি অটো রাইসমিলের সামনের নদীর তীর থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, স্থানীয়রা মরদেহটি দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে আসে।

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর সেটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পাশাপাশি আলামত সংগ্রহের জন্য পিবিআইকেও তলব করা হয়।

তিনি বলেন, নিহতের বয়স আনুমানিক ৩৫/৪০ বছর হবে। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। গালের মধ্যে গভীর আঘাত আছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা গতকাল (রোববার) রাতে ওই ব্যক্তিকে হত্যার পর গাড়ি থেকে মরদেহ ওখানে ফেলে দেয়।

ওসি কামরুল হাসান বলেন, হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
এনইউ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।