ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

একুশের প্রথম প্রহরে বরিশালে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
একুশের প্রথম প্রহরে বরিশালে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

বরিশাল: সারা দেশের মতো অমর একুশে ফেব্রুয়ারি ‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে’ ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশালের সর্বস্তরের মানুষ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর হাতে ভিত্তিপ্রস্তর স্থাপন করা বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তাবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আব্দুল্লা-এর পক্ষে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এরপর সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম, বরিশালের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, বরিশালের পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কে এম জাহাঙ্গীর, রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেন, র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহামুদুল হাসান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের পরিচালক মো. আশরাফুল আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়া শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা ও মহানগর কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, টুরিস্ট পুলিশ, বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

এর আগে বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে গান, কবিতা আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয। সেইসঙ্গে শহীদ মিনার প্রাঙ্গণে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর আয়োজনে দুদিনব্যাপী ভাষা স্মারক ও সাহিত্য প্রদর্শনীও চলছে।

বাংলাদেশ সময়: ০৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।