ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মাছ ধরতে গিয়ে মিলল বস্তাবন্দি মাথার খুলি ও হাড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
মাছ ধরতে গিয়ে মিলল বস্তাবন্দি মাথার খুলি ও হাড়

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি ডোবায় মাছ ধরতে গিয়ে পাওয়া গেল মুখবাঁধা বস্তায় মানুষের মাথার খুলি ও হাড়।  

এ ঘটনায় স্থানীয়দের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

মাথার খুলি এবং হাঁড়গুলো কার- তা নিয়ে চলছে নানান জল্পনা।  

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভাটরা ইউনিয়নের নান্দিয়ারা গ্রামে একটি বিলের মাঝখানে থাকা ডোবায় এসব খুলি ও হাড়ের সন্ধান পায় এলাকাবাসী।  

বিলটি জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহানের মালিকানাধীন ইটভাটার অদূরে রামগঞ্জ-শাহরাস্তি সড়কের উত্তর পাশে অবস্থিত।  

মূলত: ওই ডোবায় মাছ ধরতে গিয়ে এসব খুলি আর হাড়ের সন্ধান পাওয়া যায়।

এলাকাবাসী জানায়, বুধবার বিকেলে মাছ ধরতে গিয়ে একদল মানুষ বস্তাভর্তি অবস্থায় কিছু একটা দেখতে পায়। পরে সেটি উপরে তুলে এনে তারা খুলে ভেতরে মাথার খুলি ও কিছু হাঁড়।  

একটি রশি দিয়ে ও বেশ কয়েকটি ইটের সঙ্গে বস্তাটি বাঁধা ছিল বলে জানায় তারা।  

তারা আরও জানায়,  নীল রঙের টি-শার্ট পরা কোনো ব্যক্তির মৃতদেহের কঙ্কাল হতে পারে এটি। শার্টের বুক পকেটে একটি চিরুনিও রয়েছে। পাশেই আরও একটি বস্তা রয়েছে, তবে ভয়ে তারা সেটি খোলেননি।  

কাউকে হত্যা করে মৃতদেহ বস্তায় ভরে ইটের সঙ্গে বেঁধে এ ডোবাটিতে ফেলে দেয়া হয়েছে ধারণা স্থানীয়দের।

ঘটনার পরপরই বিষয়টি রামগঞ্জ থানা পুলিশকে জানায় স্থানীয়রা। তবে পরদিন ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, আমরা খবর পেয়েছি। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পুলিশ যাবে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।