ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ২৯ ছিনতাইকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
রাজধানীতে ২৯ ছিনতাইকারী আটক

ঢাকা: রাজধানীর  মোহাম্মদপুর, হাজারীবাগ, শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ২৯ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) র‌্যাব-২ এর একাধিক টিম একযোগে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ছুরি, চাকু ও খুর জব্দ করা হয়।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক মো. ফজলুল হক জানান, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদেরকে বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে সবকিছু হাতিয়ে নিত।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান র‌্যাব-২ এর এই সিনিয়র সহকারী পরিচালক।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
পিএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।