ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে ৮ কেজি গাঁজাসহ ২ নারী মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
কটিয়াদীতে ৮ কেজি গাঁজাসহ ২ নারী মাদকবিক্রেতা আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজাসহ অঞ্জনা (৩০) ও মোছা. লীল বানু (২৯) নামে দুই নারী মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়াসেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আটকরা হলেন- কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার পশ্চিম বাগরাইট এলাকার মৃত আব্দুর রহিমের মেয়ে অঞ্জনা (৩০) ও ভৈরব উপজেলার তুলাকান্দি এলাকার মানিক মিয়ার স্ত্রী মোছা. লীল বানু (২৯)।

কটিয়াদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেন।

কিশোরগঞ্জ জেলা পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেল ৫টার দিকে কটিয়াদীর স্বনির্ভর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অঞ্জনা ও লীল বানুকে আটক করা হয়। পরে তাদের শরীরের কোমরে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৮ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কটিয়াদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।