ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মৌচাক টাওয়ার শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
মৌচাক টাওয়ার শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

ঢাকা: রাজধানীর মালিবাগ মৌচাক টাওয়ার শপিং কমপ্লেক্সের আট তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মালিবাগের মৌচাক টাওয়ার শপিং কমপ্লেক্সে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বেলা ১১টা ৪০মিনিটে এ আগুন লাগার খবর পাওয়া যায়। বিস্তারিত এখনো জানা যায়নি।

ঘটনাস্থল থেকে ওই মার্কেটের ব্যবসায়ী বিল্লাল হোসেন বাংলানিউজকে জানান, কমপ্লেক্সের ভবনের আট তলার বাইরের দিকে বৈদ্যুতিক বোর্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মার্কেটের সব ব্যবসায়ীরা আতঙ্কে ভবনের নিচে নেমে আসেন। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।