ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
গাজীপুরে অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতি 

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বেলতলী এলাকায় পুলিশের এক অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় অতিরিক্ত ডিআইজির বাবা-মাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ডাকাতরা।  

অতিরিক্ত ডিআইজি এম এ জলিলের বাবা আব্দুল বাতেন জানান, শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী এলাকায় তিনি ও তার স্ত্রী বসবাস করেন। তাদের ছেলে এম এ জলিল সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) হিসেবে কর্মরত আছেন।  

শনিবার মধ্যরাতে ১৪/১৫ জনের একদল ডাকাত কালো পোশাক পড়ে তাদের বাড়িতে হানা দেয়। এক পর্যায়ে তাদের আধাপাকা বাড়ির ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ডাকাত সদস্যরা।  

এ সময় দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। পরে ঘরে থাকা প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ১৮ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। একপর্যায়ে ডাকাতরা চলে গেলে তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে শ্রীপুর থানা পুলিশ।  

সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) এম এ জলিল তাদের বাড়িতে ডাকাতির বিষয়টি নিশ্চিত করেন।  

মাওনা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মিন্টু মিয়া জানান, একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৩৪১ ফেব্রুয়ারি ২৬, ২০২৩ 
আরএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ