ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ফেনী: ফেনীতে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাতবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 নিহত জাহাঙ্গীর মহাসড়ক সংলগ্ন খাইয়ারা নতুন বাড়ির বাসিন্দা এবং খাইয়ারা বাজারস্থ রাকিব ট্রেডার্সের মালিক।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে ব্যবসায়ী জাহাঙ্গীর খাইয়ারা বাজারস্থ দোকানে যাচ্ছিলেন৷ এ সময় তিনি মহাসড়কের পাশ দিয়ে হেঁটে সাতবাড়িয়া রাস্তার মাথায় পৌঁছলে চট্টগ্রামমুখী দ্রুতগামী একটি পিকআপ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীর খাইয়ারা বাজারস্থ রাকিব ট্রেডার্সের মালিক। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।