ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে তিনি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো এ সময় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন। তিনি সেখানের পরিদর্শন বইতে সই করেন। তার সঙ্গে ঢাকায় আসা আর্জেন্টিনা প্রতিনিধিদলও উপস্থিত ছিল। প্রতিনিধিদলের সদস্যরাও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা নিবেদন করেন।
আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীর সঙ্গেও বৈঠক করবেন।
উল্লেখ্য, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো তিনদিনের সফরে সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় এসেছেন। সফরের প্রথম দিন বনানীতে আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন করা হয়।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
টিআর/আরবি