ঢাকা: বাংলাদেশিদের জন্য আর্জেন্টিনায় অন অ্যারাইভাল ভিসা চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে ম্যামোরেনডাম অব আন্ডাস্টেন্ডিং (এমওইউ) সাক্ষরের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিশ্বের অনেক দেশই আর্জেন্টিনায় অন অ্যারাইভাল ভিসা সুবিধা পায়, বাংলাদেশও সেই সুবিধা পাবে কিনা জানতে চাইলে টিপু মুনশি বলেন, গতকাল (সোমবার) মাত্র আর্জেন্টিনার সঙ্গে চুক্তি সাক্ষর হলো, এখানে অ্যাম্বাসি খোলা হয়েছে। তারা তো ঘোষণা করেছে, সরকারিভাবে যারা যাবে তাদের ভিসা লাগবে না। তবে অন অ্যারাইভাল ভিসা সময়ের ব্যাপার। যেমন আজকে আমরা চুক্তি সই করলাম। তাদের দেশের ব্যবসায়ীরা আসছেন, আমাদের দেশের ব্যবসায়ীরা যাচ্ছেন।
তিনি বলেন, সময়ের ব্যবধানে সেটিও হয়ে যাবে। আর্জেন্টিনা আমাদের মনের মধ্যে আছে, সেটা তারা জানে। সারা পৃথিবীতে আর্জেন্টিনার পরে বাংলাদেশ হচ্ছে আর্জেন্টিনা ফুটবল টিমের সাপোর্টর। সেই সম্পর্ক আমাদের আছে। আশা করি এক সময় অন অ্যারাইভাল ভিসা শুরু হয়ে যাবে।
টিপু মুনশি বলেন, তাদের সঙ্গে বাণিজ্যিক চুক্তির মধ্যমে বিভিন্ন আইটেম আসবে। তার মধ্যে রয়েছে, সয়াবিন তেল, চিনি, সানফ্লাওয়ার অয়েল, গমসহ অনেকগুলো আইটেম। আমাদের দেশ থেকে একটা বড় সুযোগ রয়েছে। তাদের ওখানে ২৭ কোটি মানুষ, সেক্ষেত্রে রেডিমেড গার্মেন্টসটা এক্সপ্লোর করতে পারি। এটি এক্সপ্লোর করলে সঙ্গে অন্য কিছু আইটেম এক্সপ্লোর করতে পারলে ব্যবসায়টা বাড়বে।
আর্জেন্টিনার ফরেন অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড মিনিস্টার মি. সানটিয়াগো কেফিয়ারো বলেন, ফুটবল একটি চ্যানেল, যার মাধ্যমে দুই দেশের মানুষকে একত্রিত করেছে, অথচ দুই দেশে ভৌগলিকভাবে দূরত্ব অনেক বেশি। ফুটবল মাঠে দলের খেলায় আমাদের দুই দেশের মানুষই অনেক বেশি উৎফুল্ল হয়। আমরা দুই দেশের সুসম্পর্কে বিশ্বাসী।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
জিসিজি/এসআইএ