ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অবৈধ ওয়াকিটকি বিক্রির মূলহোতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
অবৈধ ওয়াকিটকি বিক্রির মূলহোতা গ্রেফতার

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকায় অবৈধ ওয়াকিটকি সেট বিক্রয়কারী চক্রের মূলহোতা মো. রাসেল আহমেদকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। এ সময় তার কাছ থেকে ছয়টি ওয়াকিটকি জব্দ করা হয়েছে।



মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) তাকে গ্রেফতারের বিষয়টি জানান র‌্যাব-৩- এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

র‌্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেফতার রাসেল রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ওয়াকিটকি সেট বিক্রি করে আসছে। অপরাধী চক্রের সদস্যরা এ ওয়াকিটকি সেট ব্যবহার করে আসছিল।

আটক রাসেল আহমেদের নামে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।