ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাপে পড়ে তদন্ত ছাড়া বিমার টাকা দেবেন না: প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
চাপে পড়ে তদন্ত ছাড়া বিমার টাকা দেবেন না: প্রধানমন্ত্রী বিমা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

ঢাকা: কোনো চাপের কাছে মাথা নত না করতে বিমা কোম্পানির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতি যথাযথভাবে তদন্ত না করে চাপে পড়ে বিমার টাকা না দিতে বলেছেন তিনি।

 

বুধবার (১ মার্চ) জাতীয় বিমা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই বিমা শিল্পটা যাতে ভালোভাবে গড়ে ওঠে, সে জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। বিমা কোম্পানিও অনেক বেড়েছে। সব ক্ষেত্রেই কিন্তু বিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এর প্রচারটা ভালোভাবে করুন। বিমা পলিসি যাতে মানুষ গ্রহণ করে, সে জন্য প্রচারটা খুব দরকার। এজেন্ট নিয়োগ করে তাদের দিয়ে কাজ করানো হলে কর্মসংস্থানও বাড়বে।  

তিনি বলেন, মানুষকে যদি সচেতন করা যায়, তবে তারা আরও উদ্বুদ্ধ হবে এবং বিমা করতে আরও আন্তরিক হবে। আসলে আমাদের দেশের মানুষের অনীহা আছে। থার্ড পাটি ইনস্যুরেন্সের কথা বলা হলো গাড়িতে, আসলে এটা যে কত ক্ষতি করে, আমি নিজেও ভুক্তভোগী। যথাযথ বিমা ছাড়া সড়কে কোনো পরিবহন যেন না চলে, সেটা আমরা দেখবো। আমরা বিমা খাতকে আধুনিকায়নের জন্য প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, ইন্ডাস্ট্রিজ যে বিমা করে না, সেটা ঠিক না। কিন্তু ক্ষেত্র বিশেষে দেখা যায়, গার্মেন্টসে শুধু আগুন লাগত। হঠাৎ আমার নজরে পড়ল, কোনো কোনো গার্মেন্টস আমি নাম বলতে চাই না, কিছু দিন পরপরই খালি তাদের আগুন লাগে। আর তাতেই এসে টাকা চায়, মোটা অঙ্কের টাকা চায়। তখন আমি ইনস্যুরেন্স কোম্পানিকে বললাম, এখন টাকা দেবেন না, আমি তদন্ত করব। আমি আলাদাভাবে বিশেষভাবে তদন্ত করব।

তিনি বলেন, তদন্তের পর দেখা গেল ওই কাখানারই এক শ্রমিক, একটা মেয়েকে ২০ হাজার টাকা দিয়ে, যেখানে কিছুই নেই, কিন্তু আগুন দিয়ে ইনস্যুরেন্সের মোটা অঙ্কের টাকা চেয়ে বসে আছে। ওই মেয়েকে যখন ধরা হলো, সে স্বীকার করল যে তাকে দিয়ে এটা করানো হয়েছে। ঘন ঘন এত আগুন একটা জায়গায় লাগছে কেন? ইনস্যুরেন্সের দাবিদার হয়ে যায় টাকা পায়।

বিমা কোম্পানির উদ্দেশে শেখ হাসিনা বলেন, আমার অনুরোধ থাকবে, সতর্ক থাকা দরকার, কতটুকু ক্ষতি হলো। যথাযথভাবে তদন্ত করা দরকার। যথাযথভাবে তদন্ত না করে কারো চাপে পড়ে কোনো টাকা দেবেন না। আগুন লাগলো এক ফ্ল্যাটে, সেই ফ্ল্যাটে কোনো ইনস্যুরেন্স করা ছিল না, কিন্তু পাশের একটি ফ্ল্যাটে ইনস্যুরেন্স ছিল, সেখানে হয়তো কিছুটা আগুন লেগেছিল, কিন্তু মোটা অঙ্কের একটা টাকা বের করে নিয়ে গেলো। একটি ফ্ল্যাটে কি ৪০ কোটি টাকার মতো সম্পদ থাকতে পারে? ইনস্যুরেন্স কোম্পানি ৪০ কোটি টাকা দেবে। এর জবাব আছে আপনাদের কাছে, টাকাটা কীভাবে গেলো সাধারণ বিমা থেকে? 

তিনি বলেন, এই ধরনের একটি ঘটনা এসেছে সামনে, আমি এরও একটা তদন্ত করাব, কত সম্পদ একটা ফ্লাটের মালিকের কাছে আছে যে, তার ৪০ কোটি টাকা খরচ হয়ে গেল, আর বিমার টাকা তুলে নিয়ে গেল। যার ঘরটা বেশি পুড়ল, তার বিমাও নেই, সে কিছুই পেল না। এই সব বিষয়ে বোধ হয় সবার একটু নজর দিতে হবে।  

তিনি আরও বলেন, আরেকটি কথা বলব, কারো চাপের কাছে মাথা নত করবেন না দয়া করে। আমাদের কাছে লোক আসেই, আমি বলেন আর আমাদের মন্ত্রিপরিষদের সদস্যই বলেন বা যেই বলেন, তারা তো এসে তদবির করেই, কিন্তু এখানে আগে আপনাদের দেখতে হবে যে প্রকৃত ক্ষতি কতটুকু। দাবিদার বড় দাবি করবে, কিন্তু প্রকৃত ক্ষতি যাচাই-বাছাই করেই তো আপনি তার অর্থটা দেবেন। সেটা কেন করা হয় না? তাহলে আমি কি মনে করব যে যারা তদন্ত করতে আসে, তারাও এর ভাগিদার। তাদেরও নিশ্চয়ই কিছু হাত আছে কি না, সেটাও তো আমার সন্দেহ হচ্ছে। ইনস্যুরেন্স কোম্পানির বদনাম হোক, সেটা আমি চাই না। কারণ আমিও তো এই পরিবারের একজন, সেটাও তো আমার দেখতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫৯ সালের ১৭ ডিসেম্বর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আলফা ইনস্যুরেন্সে যোগ দিয়েছিলেন কারণ তখন রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। যেহেতু জীবন-জীবিকার জন্য কিছু করতে হবে, তখন তিনি আলফা ইনস্যুরেন্সে যোগ দেন। এই সময় আমাদের পরিবারে একটা স্বাচ্ছন্দ্য এসেছিলো, কারণ বাবা ভালো বেতন পাচ্ছেন। তখনই ধানমন্ডির বাড়িটা, আমার মা দুইটা কামরা করে আমাদের নিয়ে তোলেন।

তিনি বলেন, ইনস্যুরেন্স কোম্পানির সঙ্গে আমাদের আত্মার যোগাযোগ আছে। ইনস্যুরেন্স কোম্পানির কাজে বঙ্গবন্ধু ঢাকার বাইরে যেতেন এবং আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দেখা করতেন। স্বাধীনতার বিষয়টাকে ধীরে ধীরে আরও সামনে নিয়ে আসার সেই সুযোগটা তিনি পেয়েছিলেন। ওই ইনস্যুরেন্স কোম্পানিতে বসে ৬ দফা তিনি করেছিলেন। পুরো জিনিসটা টাইপ করেছিলেন মোহাম্মদ হানিফ (ঢাকার সাবেক মেয়র)। আমাদের যে স্বাধীনতা অর্জন এবং ৬ দফা প্রণয়ন, এই ইনস্যুরেন্স কোম্পানিতে বসেই করা। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সাথে আমি বলব এই ইনস্যুরেন্সের একটা যোগসূত্র রয়ে গেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ইনস্যুরেন্স কোম্পানি অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন। অনুষ্ঠানে মাধ্যমিক বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
এসকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।