ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

ঢাকা: বিসিএস পররাষ্ট্র ক্যাডারের সংগঠন ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ  মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে।

 বুধবার (১ মার্চ) সংগঠনের সভাপতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও উপ-হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর, সাধারণ সম্পাদক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হযরত আলী খান, কার্যকরী সদস্য ও মহাপরিচালক এ এফ এম জাহিদুল ইসলাম এবং কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা।

অ্যাসোসিয়েশনের নেতারা জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে ফাতেহা পাঠ ও দোয়া এবং মোনাজাতে অংশগ্রহণ করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু অনুসৃত বাংলাদেশের পররাষ্ট্র নীতির ভিত্তি ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’- যা সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদে ‘ইন্টারন্যাশনাল ইয়ার অব ডায়ালগ অ্যাজ এ গ্যারান্টি অব পিস, ২০২৩’ শীর্ষক রেজুলেশনে সন্নিবেশিত হয়েছে।  

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তারা এ উক্তিটিকে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বিশেষভাবে তুলে ধরার অব্যাহত অভিপ্রায় ব্যক্ত  করেন। এছাড়া কর্মকর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট কূটনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, মার্চ ০১, ২০২৩
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।