সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবিকে দেখে ৮০ লাখ ৬৪ হাজার টাকার আটটি স্বর্ণের বার ফেলে পালিয়ে গেছেন পাচারকারীরা। যার ওজন এক কেজি আট গ্রাম।
স্বর্ণের বারগুলো ভারতে পাচার করার চেষ্টা চলছিল বলে জানায় বিজিবি।
বুধবার (১ মার্চ) কলারোয়া উপজেলার দক্ষিণ সোনাবাড়িয়া এলাকা থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।
রাতে সাতক্ষীরা ৩৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনার একটি চালান দক্ষিণ সোনাবাড়িয়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার হচ্ছে-এমন খবর পেয়ে বিজিবির একটি আভিযানিক দল মাদরা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৯ আরবি থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ সোনাবাড়িয়া এলাকায় অবস্থান নেয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা ওই স্থানে তল্লাশি চালিয়ে আটটি স্বর্ণের বার পান। যার মূল্য ৮০ লাখ ৬৪ হাজার টাকা।
স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানায় বিজিবি।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
এসআই