ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খেলতে খেলতে শিশুর ‘বিষপান'

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
খেলতে খেলতে শিশুর ‘বিষপান' হাসপাতালে মায়ের কোলে সাদিক

মেহেরপুর: ধানের জমিতে দেওয়ার জন্য উঠানে রাখা বিষপান (কীটনাশক) করে হাসপাতালে ভর্তি হয়েছে সাদিক নামে দেড় বছর বয়সী একটি শিশু।

বুধবার (১ মার্চ) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

সাদিক গাংনী উপজেলার সীমান্তবর্তী সহড়াতলা গ্রামের মধ্যপাড়া এলাকার মঙ্গল হোসেনের ছেলে।

বাবা মঙ্গল হোসেন বাংলানিউজকে বলেন, ‘পোকামাকড় দমনে নিজ ধানের জমিতে দেওয়ার জন্য একটি ব্যাগের মধ্যে করে বাড়ির উঠানে কীটনাশকের কৌটা রাখা ছিল। বাড়ির সবার অগোচরে খেলতে খেলতে এক পা দু’পা করে হাঁটতে হাঁটতে সেখানে গিয়ে বিষের কৌটাটি হাত দিয়ে ধরে। সেই হাত আবার মুখে দিলে অসুস্থ হয়ে সাদিক। টের পেয়ে দ্রুত ছেলেকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করি। ’

ওই স্বাস্থ্য কমপ্লেক্সটির আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) চিকিৎসক মারুফ আহমেদ বলেন, শিশুটি সাদিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। এখন তাকে অবজারভেশরে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ০১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।