ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ফরিদপুর: ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার(৩ মার্চ) বিকেল ৫টার দিকে জেলা শহরের খোদাবক্স রোড সংলগ্ন আঙিনা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত দু’জনের মধ্যে একজন হলেন জেলা সদর উপজেলার বৈঠাখালী এলাকার ইনজামুল (৩০)। নিহত অন্যজনের পরিচয় জানা যায়নি। তবে তার আনুমানিক বয়স ২৮ বছর।

জানা গেছে, ফরিদপুর শহর থেকে মোটরসাইকেলে করে ওই দুই যুবক নতুন বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথে খোদাবক্স রোড সংলগ্ন আঙিনা ব্রিজের ওপর উঠলে পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরোহী দুই যুবকের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।