ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আহমদিয়া জলসা বন্ধের দাবি, ১০ ঘণ্টা পুলিশ-মুসল্লি সংঘর্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
আহমদিয়া জলসা বন্ধের দাবি, ১০ ঘণ্টা পুলিশ-মুসল্লি সংঘর্ষ

পঞ্চগড়: পঞ্চগড়ে আহমদিয়া অনুসারিদের (কাদিয়ানী) জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ করেন মুসল্লিরা। এ সময় পুলিশ তাদের মিছিলে বাধা দিলে ১০ ঘণ্টা ধরে দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।

এতে দুই পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।

শুক্রবার (০৩ মার্চ) জুম্মার নামাজের পর মুসল্লিরা কাদিয়ানীদের জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। তারা পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়।

বাধার মুখে পড়ে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন মুসল্লিরা। পরে পুলিশ টিয়াসেল নিক্ষেপ করলে মুসল্লিরা আরও ক্ষিপ্ত হয়ে উঠেন। উত্তেজনা পরিস্থিতি বিরাজ করলে পুলিশের পাশাপাশি মাঠে নামে বিজিবি ও র‍্যাব। সেখানে তারা বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে।

এখনও ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। মুসল্লিদের ইটপাটকেলে কয়েকজন পুলিশ সদস্যসহ দুই পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।

বিক্ষোভকারী মুসল্লিরা শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এদিকে কাদিয়ানিদের বেশ কিছু বাড়িতে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ জনতা।

বর্তমানে শহরে থমথমে পরিবেশ বিরাজ করছে। এদিকে শহরের আহমদ নগর এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া অব্যাহত রয়েছে।

এ ঘটনায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ। তবে এ বিষয়ে প্রশাসনের কোনো মন্তব্য করতে চায়নি।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।