ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দীর্ঘমেয়াদী উন্নয়নে নৌকার বিকল্প নেই: কাজী জাফর উল্লাহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
দীর্ঘমেয়াদী উন্নয়নে নৌকার বিকল্প নেই: কাজী জাফর উল্লাহ

ফরিদপুর: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি কাজী জাফর উল্লাহ বলেছেন, যদি দীর্ঘ মেয়াদী উন্নয়ন চান, যদি সত্যিকার অর্থে সুন্দর ভবিষ্যত গড়তে চান, তাহলে নৌকার বিকল্প নেই। আসুন আমরা সবাই মিলে নৌকার পক্ষে কাজ করি।

 

শনিবার (৪ মার্চ) সকালে ফরিদপুরে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়ন আ. লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

জাফর উল্লাহ বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দিয়ে তাঁকে চতুর্থবারের মতো সফল প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দিন। তাঁর হাতেই দেশ নিরাপদ।

কর্মীসভায় ইউনিয়ন আ. লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- ভাঙ্গা উপজেলা আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সাইফুর রহমান মিরন, সহ-সভাপতি মো. ফরিদ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আকরামুজ্জান রাজাসহ স্থানীয় নেতারা।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।