কিশোরগঞ্জ: মোটরসাইকেল চোর সন্দেহে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় রাব্বি মিয়া (১৮) নামে এক তরুণকে পিটিয়ে হত্যা ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩ মার্চ) দিনগত রাতে দিকে কুলিয়ারচর বাজার এলাকার জামে মসজিদ সড়কে এ ঘটনা ঘটে।
নিহত রাব্বি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিঘীরপাড় এলাকার মির্জালী মিয়ার ছেলে।
জানা গেছে, শুক্রবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে কুলিয়ারচর বাজার এলাকার জামে মসজিদ সড়কে এক ব্যক্তির মোটরসাইকেল রাখা ছিল। এ সময় রাব্বিকে ওই মোটরসাইকেলের কাছে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ অবস্থান করতে দেখে চোর সন্দেহে আটক করে মারধর করে কয়েকজন। একপর্যায়ে রাব্বি অচেতন হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা করেন।
শারীরিক নির্যাতন করে রাব্বিকে হত্যা করা হয়েছে বলে পরিবার দাবি করেছে। রাব্বি হত্যার বিচার দাবি করেছেন তারা।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৩
এসআরএস