ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে ফাইল ছবি

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটায় উপজেলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে তুহিন মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার ( ৪ মার্চ) সন্ধ্যার দিকে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

 

তুহিন সাঘাটার কচুয়া ইউনিয়নের গাছাবাড়ী গ্রামের আমির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, গত ২ মার্চ সন্ধ্যায় শিশুটি প্রতিবেশির বাড়িতে বেড়াতে যায়। এ সময় প্রতিবেশী তুহিন শরবতের সঙ্গে ঘুমের টেবলেট মিশিয়ে অচেতন করে শিশুটিকে ধর্ষণ করে। সে সময় আশপাশের লোকজন বিষয়টি টের পেলে তুহিল পলিয়ে যান। পরদিন ৩ মার্চ দুপুরের দিকে শিশুটির বাবা সাঘাটা থানায় মামলা করেন। পরে রাত ৯ টার দিকে অভিযুক্ত তুহিনকে গ্রেফতার করে পুলিশ।  

বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু মিয়া বাংলানিউজকে জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণের প্রমাণ মিলেছে।  

অভিযুক্ত তুহিনকে শনিবার (৫ মার্চ) বিকেলে আদালতে তোলা হয়। এ সময় বিচারক তাকে আদালতে তোলার নির্দেশ দেন পরে তাকে হাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।