মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার রাজনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে আট লাখ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ চার জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার (৫ মার্চ) সকালের দিকে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. মোশারফ হোসেন এই বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, উপজেলা সিংগাইরের জয়মন্টব এলাকার রমজান আলী( ৪৮), রাজনগর এলাকার মো. খালেক বিশ্বাসের ছেলে মো. নাজমুল হোসেন বাকি( ৪৫), নিলটেক এলাকার আওলাদের ছেলে মিরাজুল ইসলাম(৩৪), মানিকনগর এলঅকার কালাচান মিয়ার ছেলে করিম(৩৮)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ মো. মোশারফ হোসেন বলেন, ধীর্ঘদিন যাবত এই চার জন মাদক কারবারির সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে আটশত পিস ইয়াবা ট্যাবলেট ও ষাট গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বর্তমান বাজার মূল্য আট লাখ চল্লিশ হাজার টাকা। আটককৃত আসামিদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
তাদের বিরুদ্ধে সিংগাইর থানায় পৃথক ২টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
এসএম