বরিশাল: জেলার উজিরপুরের সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে বাঁধন দাস (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (০৫ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান।
স্থানীয়রা জানান, দুপুরে সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে বাঁধন পানিতে ডুবে যায়। এরপর ফায়ার সার্ভিসের টিম ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
এমএস/এসআইএ