ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সায়েন্সল্যাব এলাকার সেই ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
সায়েন্সল্যাব এলাকার সেই ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত শিরিন ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

সোমবার (৬ মার্চ) সেটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সরেজমিনে ওই ভবনে গিয়ে দেখা গেছে, ভবনটিতে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষেধ লেখা সাইনবোর্ড ঝুলছে। সেটি লাগিয়েছে ডিএনসিসি। সকাল থেকেই পুলিশের একটি দল নিরাপত্তার জন্য ভবনটির চারপাশ ঘিরে রেখেছে। বিস্ফোরণের ঘটনায় আজ দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি।  

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শহীদুল্লাহ বলেন, আজকে মামলা করা হবে।

প্রসঙ্গত, রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে তিনতলা ভবনটি আংশিক ধসে পড়ে। বিস্ফোরণের কারণে সেটি ধসে পড়ে এবং আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেদিন সকাল থেকে চেষ্টা করে সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিস্ফোরণের কারণ সম্পর্কে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ দলের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রহমত উল্লাহ জানান, ভবনের পয়ঃনিষ্কাশন লাইনের ভেতরে গ্যাস জমে থাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।