ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিস্ফোরণে আহত ঢাবি ছাত্রের চিকিৎসায় বোর্ড গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
বিস্ফোরণে আহত ঢাবি ছাত্রের চিকিৎসায় বোর্ড গঠন

ঢাকা: রাজধানীর নিউমার্কেট সায়েন্সল্যাব এলাকায় ভবন বিস্ফোরণের ঘটনায় আহত ঢাবি ছাত্র নুরনবীর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আহত ছাত্র নুরনবীর মাথায় অস্ত্রোপচারের পরে তাকে আবার আইসিইউ সাপোর্টে রাখা হয়েছে।

সোমবার (৬ মার্চ) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বোর্ড গঠনের কথা জানান।

তিনি আরও জানান, সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণের ঘটনায় ঢাবি ছাত্রসহ যারাই হাসপাতালে এসেছিলেন তাৎক্ষণিকভাবে আমাদের চিকিৎসকরা চিকিৎসা দেওয়ার পাশাপাশি হাসপাতালের রেসপন্স টিম দ্রুত কাজ করেছে।

তিনি বলেন, বিস্ফোরণের ঘটনায় ঢাবি ছাত্র মাথায় আঘাত পান। তার অস্ত্রোপচার করা হয়। আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। আমাদের চিকিৎসকরা তার শারীরিক অবস্থা মনিটরিং করছেন। এবার তার চিকিৎসার জন্য একটি বোর্ড গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। মেডিকেল বোর্ডের সদস্য সংখ্যা পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
এজেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।