ঢাকা: রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের উদ্ধার কাজ স্থগিত করেছে উদ্ধারকারী দল। কিন্তু ভবনের নিচতলায় আনিকা এজেন্সির (স্যানিটারি) মালিক মনির উদ্দীন সুমন (৪০), ম্যানেজার ইসমাইল (৪২) ও মালিক সুমনের ভাতিজা বিক্রয়কর্মী সম্রাটের (৩২) দোকানে ছিলেন।
মঙ্গলবার (৭ মার্চ) রাতে ঘটনাস্থলে এসে মনির উদ্দিন সুমনের ভাই নিয়াজ মুর্শেদ তাওহীদ আহাজারি করতে করতে এ দাবি করেন।
এ সময় সুমনের ভাই নিয়াজ মোর্শেদ তাওহীদ জানান, আনিকা এজেন্সির দোকানের ম্যানেজার ইসমাইল (৪২) ও মালিক সুমনের ভাতিজা বিক্রয়কর্মী সম্রাটের (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো মালিক মনিরুদ্দীন সুমনের (৪০) খোঁজ পাওয়া যাচ্ছে না। সুমন ঘটনার ৫ মিনিট আগে পাশের দোকান থেকে চা খেয়ে দোকানে যান। ঘটনার সময় সুমন দোকানের ভিতরেই ছিল। তার খোঁজ পেতে আমরা এসেছি। তার ফোনে কল ঢুকছে। কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। এদিকে আমার ভাইকে না খোঁজেই উদ্ধারকারী বাহিনী উদ্ধার কাজ বন্ধ করে চলে যাচ্ছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন সাংবাদিকদের সাথে কথা বলতে চাননি। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে বললেও কাউকে পাওয়া যায়নি। তবে পরবর্তীতে জানান, ভিতরে একজন আছে বলে স্থানীয়রা বলছেন। তবে আমরা ভিতরে কারও উপস্থিতি নিয়ে নিশ্চিত না।
ঊদ্ধার কার্যক্রম নিয়ে তিনি বলেন, এখন ঊদ্ধার কার্যক্রম সেনাবাহিনী নেতৃত্ব দিচ্ছে। তারা ঊদ্ধার কার্যক্রম সম্পর্কে জানাবে।
বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৩
এএটি