ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

যতক্ষণ নি‌খোঁজের অভিযোগ, ততক্ষণ অভিযান: ফায়ার সার্ভিস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
যতক্ষণ নি‌খোঁজের অভিযোগ, ততক্ষণ অভিযান: ফায়ার সার্ভিস ছবি: শাকিল আহমেদ

ঢাকা: রাজধানীর সিদ্দিকবাজার এলাকায় ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার অভিযান শেষ হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দিনমনি শর্মা।  

বুধবার (৮ মার্চ) রাতে ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

উপ-পরিচালক দিনমনি শর্মা বলেন, বুধবার বিকেলে দুজনের মরদেহ উদ্ধার করা হলেও আরও একজন নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ রয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। আমাদের কাছে যতক্ষণ নি‌খোঁজের অভিযোগ থাকবে ততক্ষণ অভিযান চলবে।

তিনি বলেন, এখন ভবনের ভেঙে পড়া দেয়াল, গ্লাসসহ অন্যান্য ধ্বংসাবশেষ বের করে সিটি করপোরেশনের ময়লার গাড়ির সহায়তায় সরিয়ে নেওয়া হচ্ছে। এরপর নি‌খোঁজের সন্ধানে অভিযান পরিচালনা করা হবে।

মঙ্গলবার বিকেলে সিদ্দিকবাজারে বিস্ফোরণে এই পর্যন্ত ১৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
টিএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।