ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চা বিক্রির আড়ালে গাঁজা বেচতেন তিনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
চা বিক্রির আড়ালে গাঁজা বেচতেন তিনি

মেহেরপুর: পেশায় একজন চা দোকানদার মেহেরপুরের সাদ আহমেদ ওরফে সাদু। কিন্তু এই পেশার আড়ালে গাঁজা বিক্রি করতেন তিনি।

এবার র‌্যাবের হাতে ধরা পড়লেন চা দোকানি সাদু।

বুধবার (৮ মার্চ) ৯২৫ গ্রাম গাঁজাসহ সাদুকে আটক করে  র‌্যাব—১২ এর সিপিসি—২ গাংনী ক্যাম্পের একটি দল।  

মাদক কারবারি সাদ আহমেদ ওরফে সাদু গাংনী উপজেলার আমতৈল গ্রামের গোরস্থানপাড়া এলাকার রায়হান উদ্দীনের ছেলে।  

বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় র‌্যাব—১২ সিপিসি—গাংনী ক্যাম্পের কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. গোলাম ফারুক এ তথ্য জানান।  

তিনি জানান, গোপন সাংবাদের ভিত্তিতে আমতৈল গ্রামে অভিযান চালিয়ে সাদ আহমেদ ওরফে সাদুকে গ্রেফতার করা হয়। এসময় তার দোকান থেকে টেপ দিয়ে মোড়ানো গাঁজার দুটি বান্ডিল উদ্ধার করা হয়। মাদক কেনা-বেচায় ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও নগদ ৯০০ টাকা জব্দ করা হয় তার কাছ থেকে।  

সাদ আহমেদ এর আগেও গাঁজাসহ পুলিশের হাতে আটক হয়ে হাজতে ছিলেন।

গ্রেফতার সাদ আহমেদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৫, ৮ মার্চ, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।