নীলফামারী: নীলফামারীর ডোমারে মাদক মামলায় কারাদণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম নামে পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৮ মার্চ) দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি রফিকুলকে ২০১৭ সালের ২৮ মে হেরোইনসহ ডোমার থানাধীন ছোট রাউতা এলাকা থেকে গ্রেফতার করে ডোমার থানা পুলিশ। পরে তার নামে ডোমার থানায় মাদক আইন একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। আদালত গত ২০২৩ সালের ২২ জানুয়ারি রফিকুলকে দুই বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন। মামলা বিচার কার্য চলাকালীন সময়ে রফিকুল জামিনে মুক্ত হয়ে দীর্ঘ দিন আত্মগোপনে থাকেন। গোপন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে (৭ মার্চ) ডোমার উপজেলার বোড়াগাড়ী এলাকা থেকে রফিকুলকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৩
এসআরএস