ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডোমারে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
ডোমারে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নীলফামারী: নীলফামারীর ডোমারে মাদক মামলায় কারাদণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম নামে  পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  

বুধবার (৮ মার্চ) দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি রফিকুলকে ২০১৭ সালের ২৮ মে হেরোইনসহ ডোমার থানাধীন ছোট রাউতা এলাকা থেকে গ্রেফতার করে ডোমার থানা পুলিশ। পরে তার নামে ডোমার থানায় মাদক আইন একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। আদালত গত ২০২৩ সালের ২২ জানুয়ারি রফিকুলকে দুই বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন। মামলা বিচার কার্য চলাকালীন সময়ে রফিকুল জামিনে মুক্ত হয়ে দীর্ঘ দিন আত্মগোপনে থাকেন।  গোপন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে (৭ মার্চ) ডোমার উপজেলার বোড়াগাড়ী এলাকা থেকে রফিকুলকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।