ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধামইরহাটে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
ধামইরহাটে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলায় পুকুর খননকালে পরিত্যক্ত অবস্থায় কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ।  

বুধবার (৮ মার্চ) রাত ১০টার দিকে মূর্তিটি উদ্ধার করে পুলিশ।

 

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল বিকেলে উপজেলার ছোট শিবপুর গ্রামে আব্দুস সাত্তার তার পুকুর খনন করছিলেন। পুরাতন এই পুকুর খননকালে পরিত্যক্ত অবস্থায় কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি পাওয়া যায়। এরপর রাতে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মূর্তিটির ওজন ১৫ কেজি ৫০০ গ্রাম। অনুমানিক এর মূল্য প্রায় ১৫ কোটি টাকা।

ওসি আরও জানান, আপাতত মূর্তি থানা হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।