ঢাকা: রাজধানীর ফুলবাড়িয়ার সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রায় পৌনে ২শ রোগী চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।
বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, এ ঘটনায় হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫ জন। এর মধ্যে আইসিইউতে থাকা রাজন ছাড়া বাকিদের সবার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। ঢামেক হাসপাতালে এখন পর্যন্ত পৌনে ২শ রোগী চিকিৎসা নিয়েছেন। এসব রোগীর মধ্যে রাজন ছাড়া বাকিরা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে পাঁচ জনকে চিকিৎসকরা ছাড়পত্র দিয়েছেন। তবে তারা ফলোআপের জন্য চিকিৎসা নিতে আসবেন। আমরা এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ পেয়েছি।
তিনি বলেন, আইসিইউতে থাকা রাজনের বুধবার (৮ মার্চ) অস্ত্রোপচার হয়েছে। তবে তাকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। আমরা তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করেছি। বোর্ডে হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধানরা রয়েছেন।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৩
এজেডএস/আরআইএস