ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিআরটি প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন হবে: চীনা রাষ্ট্রদূত 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
বিআরটি প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন হবে: চীনা রাষ্ট্রদূত 

ঢাকা: বিআরটি প্রকল্পের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন৷

বৃহস্পতিবার (৯ মার্চ);সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ কথা জানান ৷ সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় ৷

এ সময় বিআরটি প্রকল্প দ্রুততম সময়ে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয় ৷ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকার বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট -বিআরটি প্রকল্পের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার গুরুত্ব দেন।

এ সময় চীনের রাষ্ট্রদূত এ প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রীকে অবহিত করেন।

এছাড়া এ সৌজন্য সাক্ষাতে চীনের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে পার্টি টু পার্টি সম্পর্ককে আরও সুদৃঢ় করার জোর দেন।  

বাংলাদেশ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলকে চীন সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ০৯ , ২০২৩
এসকে/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।