ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শীর্ষ মাদক বিক্রেতা গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
শীর্ষ মাদক বিক্রেতা গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

নারায়ণগঞ্জ: জেলার আড়াইহাজারে সোহেল মিয়া (২৬) নামে শীর্ষ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোপালদী তদন্ত কেন্দ্র পুলিশ।  

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১৬ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গোপালদী তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. ফজলুল হক খান জানান, গ্রেফতার সোহেল চাঁদপুর জেলার মতলব থানার দশপাড়া গ্রামের ইউনুস মিয়ার ছেলে। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য চার লাখ ৪৮ হাজার টাকা।

তিনি আরও বলেন, গ্রেফতার সোহেল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে অভিনব কৌশলের মাধ্যমে মাদকদ্রব্য নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। এ বিষয়ে মাদক আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।