ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শপথ নিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি আফরোজা হক

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
শপথ নিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি আফরোজা হক শপদ নিচ্ছেন বেগম আফরোজা হক রীনা ।

ঢাকা: সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) বেগম আফরোজা হক রীনা শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তার কার্যালয়ে সংরক্ষিত মহিলা আসন-৫০ এর এই সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ্য করান।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এর আগে বৃহস্পতিবারই নির্বাচন কমিশন নবনির্বাচিত এই এমপির গেজেট প্রকাশ করেছে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, হুইপ ইকবালুর রহিম, শিরীন আক্তার এমপি এবং ওয়াসিকা আয়শা খান এমপি উপস্থিত ছিলেন ৷ 

শপথ শেষে রীতি অনুযায়ী আফরোজা হক শপথ বইয়ে সই করেন।

সংরক্ষিত এ আসনে সদস্য বিএনপির রুমিন ফারহানার পদত্যাগের পর আসনটি শূন্য হওয়া।

এই সংরক্ষিত আসনটিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী ও দলটির সহ সভাপতি আফরোজা হককে মনোনয়ন দেওয়া হলে তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৩
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।