ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে হারিয়ে যাওয়া ৩১ মোবাইলফোন উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
রাজবাড়ীতে হারিয়ে যাওয়া ৩১ মোবাইলফোন উদ্ধার

রাজবাড়ী: রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ৩১টি মোবাইলফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।  

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার (এসপি) এম এম শাকিলুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

 

সম্মেলনে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখায়রুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।

হারিয়ে যাওয়া মোবাইল আবার ফিরে পেয়ে আনন্দের সঙ্গে জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ফোন ফিরে পাওয়া মালিকরা।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, মোবাইল হারানোর পর অনেকে ফেসবুক ম্যাসেঞ্জারে আবার অনেকে টেলিফোনে যোগাযোগ করেছেন। সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে আমরা একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করেছি, যার কারণে এ সফলতা।

সাংবাদিক সম্মেলনে এসিপি এম এম শাকিলুজ্জামান বলেন, রাজবাড়ীর পাঁচটি উপজেলা থেকে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে কাজ করে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল। যারা অক্লান্ত পরিশ্রম করে হারিয়ে যাওয়া মোবাইলগুলো দেশের বিভিন্নস্থান থেকে উদ্ধার করেছে।

এসপি আরও বলেন, ফোন বা যে কোনো ডিভাইস ব্যবহারে আরও সচেতন হতে হবে। এ ধরনের বিপদে পড়লে, সম্পদ হারালে আপনারা পুলিশের কাছে আসুন, পুলিশ সার্বিক সহযোগিতা করবে।  

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।