ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল পিকআপ ভ্যান, চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল পিকআপ ভ্যান, চালক নিহত

নাটোর: নাটোরের বড়াইগ্রামে যাত্রী বোঝাই বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেছে একটি মাছবাহী পিকআপ ভ্যান। এতে মো. আলমগীর হোসেন (৩৫) নামে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন।

আহত হয়েছেন বাস ও পিকআপের দুই হেলপার।

শুক্রবার (১০ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মো. আলমগীর হোসেন সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল গ্রামের মো. জহুরুল ইসলামের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত ওই পিকআপ ভ্যানের চালক ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।  

বনপাড়া হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মো. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আজ (১০ মার্চ) সকালে রাজশাহী থেকে মাছ বোঝাই পিকআপ ভ্যান টি সিরাজগঞ্জ যাচ্ছিল। পথে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম মোড়ে বিপরীত থেকে আসা কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আলমগীর মারা যান। এছাড়া বাস ও পিকআপ ভ্যানের দুই হেলপার আহত হয়েছেন। তাদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

এসআই বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে বাস চালক পলাতক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।