নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত এক গরু ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
ওই ব্যবসায়ীর নাম মো. দিদার উল আলম (২১)। তিনি সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের মাইন উদ্দিন বেপারীর ছেলে।
স্থানীয়রা জানান, গত ৬ মার্চ রাতে গরু বিক্রি করে ছমির হাট বাজার থেকে আসার পথে গরু ব্যবসায়ী দিদারকে এক দল ছিনতাইকারী ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা সব টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে ঘটনাস্থলে স্থানীয় এক অটোরিকশা চালক তাকে দেখতে পেয়ে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢামেক হাসপাতালে এনে ভর্তি করা হয়। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মারা যান।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এসআরএস