ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পরমাণু গবেষণা কেন্দ্রের ভবনে ধস, তদন্ত করবে র‍্যাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
পরমাণু গবেষণা কেন্দ্রের ভবনে ধস, তদন্ত করবে র‍্যাব

সাভার (ঢাকা): সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের নির্মাণাধীন ১২ তলা ভবনের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৪)‌ একটি দল।

ভবনটি ধসে পড়ার বিষয়টি তদন্ত করা হবে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) রাত ৮টার দিকে পরিদর্শনে আসেন র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান।

তিনি বাংলানিউজকে বলেন, আমরা বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এছাড়া আমাদের পক্ষ থেকে প্রাথমিক তদন্ত শুরু করেছি। প্রাথমিকভাবে আমরা জেনেছি, এ ঘটনায় চারজন আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়।

এরআগে, বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে সাভারের আশুলিয়ার গনকবাড়িতে অবস্থিত গবেষণা কেন্দ্রের ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) জন্য বরাদ্দকৃত নির্মাণাধীন ১২ তলা ভবনটির ছাদ ধসে পড়ে।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এসএফ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।