ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ক্ষতিগ্রস্ত ভবনটি ঝুঁকিমুক্ত করতে চলছে পাইপ বসানোর কাজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
ক্ষতিগ্রস্ত ভবনটি ঝুঁকিমুক্ত করতে চলছে পাইপ বসানোর কাজ

ঢাকা: রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটি ঝুঁকিমুক্ত করতে চলছে এমএস (মাইল্ড স্টিল) পাইপ দিয়ে অস্থায়ী সাপোর্ট (প্রপিং) দেওয়ার কাজ।

শুক্রবার (১০ মার্চ) রাত সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভবনটির নিচতলায় ৮টি পাইপ বসানোর কাজ শেষ হয়েছে।

রাত ১২টার মধ্যে আরো ৪টি পাইপ বসানোর টার্গেট নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এ প্রপিংয়ের কাজ করছে থার্ড পার্টি একটি কোম্পানি।

প্রপিংয়ের কাজের সঙ্গে জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত ৮টি পাইপ বসানো হয়েছে। রাত ১২টার মধ্যে আরো ৪টি পাইপ বসানোর টার্গেট নিয়ে আমরা কাজ করছি।

ভবনটি স্থিতিশীল করতে কতগুলো পাইপ বসানো হবে জানতে চাইলে তিনি বলেন, আপাতত ১২টি পাইপ আমরা আজ রাতের মধ্যে বসাবো। আগামী শনিবার (১১ মার্চ) বুয়েট ও রাজউকের টিম এসে সেগুলো দেখে সিদ্ধান্ত নিবে আর পাইপ লাগবে কিনা।

এর আগে বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ৯টার দিকে ক্ষতিগ্রস্ত ভবনটি স্থিতিশীল করতে এমএস পাইপ বসানোর কাজ শুরু হয়। প্রতিটি পাইপের ব্যাস ৬ ইঞ্চি ও দৈর্ঘ্য ২০ ফুট। সেগুলোকেই প্রয়োজন অনুসারে কেটে ভবনের ক্ষতিগ্রস্ত কলামের পাশে স্থাপন করা হচ্ছে। বিস্ফোরণে ভবনটির ২৪টি কলামের মধ্যে ৯টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

এদিকে ক্ষতিগ্রস্ত ভবনটি ভেঙে ফেলা হবে, নাকি মেরামত করা হবে তা জানতে অ্যাসেসমেন্ট করতে হবে বলে জানিয়েছেন রাজউকের জোন ৩ ও ৫ এর কর্মকর্তা প্রকৌশলী রঙ্গণ মন্ডল। এজন্য অন্তত ৪৫ দিন সময় লাগবে বলে জানান তিনি।

শুক্রবার বেলা ১১টার দিকে ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ক্ষতিগ্রস্ত ভবনের ভিম ও কলামে ক্র্যাক দেখা গেছে। তাই সেখানে প্রপিংয়ের কাজ চলছে। যাতে নতুন করে কোনো দুর্ঘটনা না ঘটে। প্রপিংয়ের কাজ শেষ হলে আমরা অ্যাসেসমেন্ট করবো। এতে কম করে হলেও ৪৫ দিন সময় লাগবে। তারপর জানা যাবে ভবনটি ভেঙে ফেলতে হবে নাকি মেরামত করা যাবে।

গত মঙ্গলবার (৭ মার্চ) বিকালে গুলিস্তানের সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন শতাধিক। এ ঘটনায়  এখন পর্যন্ত দুটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এসসি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।