ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পলিটেকনিক শিক্ষার্থী শ্রাবনীকে স্কুটি কিনে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
পলিটেকনিক শিক্ষার্থী শ্রাবনীকে স্কুটি কিনে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী শ্রাবনী আক্তারকে একটি স্কুটি উপহার দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (১০ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী শ্রাবনী আক্তারকে একটি স্কুটি উপহার দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 

স্কুটি উপহার পেয়ে উৎফুল্ল শ্রাবনী আক্তার বলেন, ‘এখন থেকে আমার শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত অনেক সহজ হয়ে যাবে। মন্ত্রীর এ উপহার পেয়ে আমি অত্যন্ত খুশি। ’

আনন্দ প্রকাশ করেছেন শিল্পাঞ্চল থানার নিবাসি কাজী রেজাউল হক। মন্ত্রী এ পর্যন্ত ১১টি বাইক উপহার দেন।  

নিজ এলাকায় শিক্ষা বিস্তারে নতুন স্কুল কলেজ ও লাইব্রেরি প্রতিষ্ঠার পাশাপাশি পুরাতন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংস্কার করে যাচ্ছেন এবং শিক্ষার্থীদের মধ্যে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।