ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে মানিক মিয়া (৪০) নামের এক ব্যক্তির   মৃত্যু হয়েছে।  

শনিবার (১১ মার্চ) সকালে উপজেলার সুন্দরপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত মানিক মিয়া বগুড়া জেলা সদরের জবদারি গ্রামের আবুল হোসেরন ছেলে।  

স্থানীয়রা জানান, মানিক মিয়া সুন্দরপুর স্টেশনের একটু দূরে রেল লাইনের পাশে হেডফোন কানে দিয়ে বসেছিলেন। এ সময় সাগর দাড়ির একটি ট্রেন রাজশাহী থেকে খুলনার দিকে যাচ্ছিলো। ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।  

কালীগঞ্জ স্টেশন মাস্টার শাজাহান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেখানে জিআরপি পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।