ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে দুই ট্রাকের সংঘর্ষ, আটকে পড়া চালককে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
ধামরাইয়ে দুই ট্রাকের সংঘর্ষ, আটকে পড়া চালককে উদ্ধার

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে দুটি ড্রাম ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় ভেতরে আটকা পড়া সোহাগ (২৩) নামের এক চালককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (১১ মার্চ) দিনগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, রাত ২টার দিকে মুখোমুখি দিক আসা দুইটি ড্রাম ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন চালক ট্রাকের ভেতর আটকা পড়েন। ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা বলেন, খবর পেয়ে আটকা পড়া চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ট্রাক দুটো হাইওয়ে থানা নিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
এসএফ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।