ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় সোনার বাংলার ইঞ্জিন বিকল, ট্রেন চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় সোনার বাংলার ইঞ্জিন বিকল, ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া: চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। এতে ঢাকা রুটে বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

শনিবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে পাঘাচং নামক এলাকায় এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং এলাকা অতিক্রম করার সময় ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে করে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে চট্রগ্রাম ও সিলেটগামী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আখাউড়া লোকোশেড ইনচার্জ প্রকৌশলী মনির উদ্দিন বলেন, খবর পেয়ে আখাউড়া থেকে ইঞ্জিন যাচ্ছে। তা পরিবর্তন করার পর ট্রেনটি ছেড়ে যাবে।

বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।